আগরতলা : রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা নিয়ে আলোচনা চলছে। তবে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সোমবার ডি এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান তবে কবে নাগাদ মহার্ঘ্যভাতা ঘোষণা করা হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে সরকারি শিক্ষক- কর্মচারীদের ডিএ প্রদান নিয়ে আলোচনা চলছে। সরকার বিষয়টি দেখছে। তবে কবে নাগাদ ডিএ ঘোষণা করা হবে এখনই তা বলা যাচ্ছে না। উল্লেখ্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি ৩ শতাংশ ডি এ ঘোষণা করেছে। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের শিক্ষক- কর্মচারীদের মহার্ঘ্যভাতার ফারাক বেড়ে দাঁড়াল ২৮ শতাংশে। স্বাভাবিক ভাবেই রাজ্যের শিক্ষক- কর্মচারীরা হতাশ। প্রতিদিনী বিভিন্ন জায়গায় কর্মচারী ও পেনশনারদের মধ্যে আলোচনা সরকার কবে নাগাদ ঘোষণা করবে মহার্ঘ্যভাতা। অনেকের ধারণা দীপাবলির আগে হয়তো দিতে পারে ঘোষণা। যদিও তা এখনও হলফ করে বলা যাচ্ছে না।