রাজ্যে দলীয় সদস্যপদ সংগ্রহের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেল দল- মুখ্যমন্ত্রী

আগরতলা : লক্ষ্য পূরণে প্রতিদিন নিজ বিধানসভা কেন্দ্রে সদস্যতা অভিযানে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।মঙ্গলবার ফের সকালে সদস্যতা অভিযানে শামিল হন মুখ্যমন্ত্রী। প্রায় প্রতিদিন পালা করে বিজেপির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বড়দোয়ালী তথা নিজ বিধানসভা কেন্দ্রের ১৬ নং ওয়ার্ডের অন্তর্গত রামনগর রোড নং-৩ এ সদস্যতা অভিযানে অংশ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ মণ্ডলের নেতারা। এদিন সদস্যতা অভিযানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রদেশ বিজেপির দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান চলছে। দেশ ও রাজ্যকে শক্তিশালী করার জন্য বিজেপি দলের বিকল্প আর নেই। বিজেপি দলের চিন্তাধারা সকলকে নিয়ে চলা, সকলকে সম্মান করা। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দল বিজেপি। প্রদেশ বিজেপির এবারের লক্ষ্যমাত্রা ১২ লক্ষ সদস্য করা রাজ্যে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে প্রদেশ বিজেপি। দলের কার্যকরতারা লক্ষ্য পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।এদিন সদস্যতা অভিযানে মিলেছে সাড়া।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে