প্রশাসনের আধিকারিকদের সামনে পেঁয়াজের দাম নিয়ে তর্কে দুই ব্যবসায়ি!

IMG 20230807 171914

আগরতলা : রাজধানীর বিভিন্ন বাজারে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিমের অভিযান অব্যাহত। অভিযানে বেরিয়ে বেনিয়মও। সোমবার আচমকা খাদ্য আধিকারিক সহ অন্যরা রাজধানীর মহা রাজ গঞ্জ বাজারে অভিযানে যান। সেখান থেকে লেক চৌমুহনী বাজারে আলু- পেঁয়াজ নিয়ে যাওয়া ঠেলা আটক করে দাম যাচাই করেন। সেখানে পেঁয়াজের পাইকারি মূল্য যাচাই করতে গিয়ে গড়মিল পান বলে অভিযোগ। অভিযোগ দুইজন আরতদার দুই ধরণের দাম বলেন। এতেই তাদের সন্দেহ হয়। তখন দুটি দোকান প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। এক আধিকারিক জানান, বাজার গুলিতে নিয়ম করেই অভিযান চলছে। তবে আজকে আলু- পেঁয়াজের মূল্য বেশি রাখা হচ্ছে এমন খব্রেই অভিযান চালানো হয়েছে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে