বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের সিপিআই এম এল-র

আগরতলা : সম্প্রতি বন্যায় রাজ্যে ব্যাপক ক্ষতিও হয়েছে রাজ্যের।হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতি পূরণের জন্য মুখ্যসচিবের কাছে ডেপুটেশন দেয় মঙ্গলবার সিপিআইএমএল।আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের নেতৃত্ব।সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক পার্থ কর্মকার বলেন বন্যায় সরকারী হিসেবে ২ লক্ষ ৬৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে ১ লক্ষ ৪৮ হাজার সাধারণ কৃষক রয়েছে, যারা ধান চাষ করে। ৪৫ হাজারের উপর কৃষক রয়েছে যারা সবজি,পান ইত্যাদি চাষের সাথে যুক্ত। সরকারী ভাবে ক্ষতিগ্রস্ত ২ লক্ষ ৬৪ হাজার কৃষককে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও বাস্তবে অর্ধেক কৃষকও ১০০০ টাকা করে পায়নি। তার উপর ১ হাজার টাকা দিয়ে বীজের দামও হবে না বলে জানান তিনি। তাই রাজ্যকে জাতীয় দুর্যোগ এলাকা ঘোষণা করে জাতীয় দুর্যোগ মোকাবেলা তহবিল থেকে অর্থ নিয়ে এসে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতি পূরণ প্রদান করার দাবি জানান তিনি। বন্যায় মৃতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা এবং আহতের ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি সরকারের কাছে রেখেছেন তারা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি