সচেতনতার বার্তায় রাজধানীতে রেলি

আগরতলা : সচেতনতার বার্তায় রাজধানীতে রেলি করলো রেডিওগ্রাফাররা।৮ নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফার দিবস। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও দিনটি পালন করা হয়। বিশ্ব রেডিওগ্রাফার দিবস উপলক্ষে শুক্রবার আগরতলা শহরে এক সচেতন মূলক রেলি হয়। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে এই রেলি সংগঠিত করা হয়। রেলিটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনঃরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের সদস্য রাকেশ দাস জানান এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই সম্পর্কে রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে এদিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রেলি ঘিরে শহরে বেশ সাড়া পড়ে।

Related posts

সংবিধান রক্ষায় কংগ্রেসের লড়াই জারি রাখার বার্তা কংগ্রেস সভাপতির

সুজুকি দ্বিচক্র যানের নতুন শোরুম চালু হল আগরতলায়

নির্ধারিত সময়ের আগে পরীক্ষা না নেওয়ার আশ্বাস হোলিক্রস স্কুলের অধ্যক্ষের