লক্ষ্য পূরণে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান রামনগর মণ্ডলে

আগরতলা : লক্ষ্য পূরণে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়।বিজেপি রামনগর মন্ডলের উদ্যোগে সদস্যতা অভিযান সংগঠিত করা হয় রাজধানীর কৃষ্ণনগর এলাকায় রবিবার। এদিনের সদস্যতা অভিযানে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন সদস্যতা অভিযানে বের হ্যর মেয়র দীপক মজুমদার বলেন সারা দেশের সাথে রাজ্যেও দ্বিতীয় পর্যায়ে বিজেপির সদস্যতা অভিযান চলছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। মানুষ উৎসাহের সাথে বিজেপির সদস্য হচ্ছেন। রামনগর বিধানসভা এলাকায় ইতিমধ্যে বিজেপির ২০ হাজার সদস্য হয়ে গেছে। লক্ষ্যমাত্রা রয়েছে ২৬ হাজার সদস্য করার। লক্ষ্যে পৌঁছানোর জন্য বিজেপি দলের কার্যকর্তারা কাজ করে যাচ্ছে। এদিন সদস্যতা অভিযানে ব্যাপক সাড়া পড়ে।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে