দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে পরিবহণ দিবস উদযাপন

আগরতলা : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবহণ দিবস পালন করা হয়।১০ নভেম্বর পরিবহন দিবস। দ্যা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া ত্রিপুরা শাখার উদ্যোগে গোর্খাবস্তিস্থিত তাদের অফিসে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন প্রতি বছর ১০ নভেম্বর বিশ্ব পরিবহন দিবস পালন করা হয়। পরিবহন পদ্ধতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। বর্তমানে রেল পথেও পরিবহন হয়। আগে ত্রিপুরা রাজ্যে একটি জাতীয় সড়ক ছিল। বর্তমানে রাজ্যে ৬ টি জাতীয় সড়ক রয়েছে। রেল পরিবহনের ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে রাজধানী এক্সপ্রেস চলাচল করে রাজ্য থেকে। আকাশ পথেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে বলে দাবি করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে