নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":[],"tools_used":[],"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আগরতলা : নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ এটি খুন। মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে এনসিসি থানার পুলিস।রাজধানীর খেজুরবাগানস্থিত ব্রাহ্মণ পাড়া এলাকার বাসিন্দা রনি লস্কর। পেশায় সে একজন দিনমজুর ছিল। ৬ নভেম্বর ছট পূজা শেষে সে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়িতে ফিরে যায়নি। পরিবারের পক্ষ থেকে ৮ নভেম্বর এনসিসি থানায় মিসিং ডায়েরি করা হয়। এরই মধ্যে রবিবার বিকাল থেকে এলাকার লোকজন দুর্গন্ধ পাচ্ছিলেন। তারপর রাতের বেলায় এলাকার লোকজন দুর্গন্ধের উৎসস্থল খোঁজা শুরু করে। তখনই এলাকাবাসি নেপাল বিশ্বাসের পরিত্যক্ত বাড়ির সীমানায় রনির অর্ধ পচা মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় এনসিসি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এক পুলিশ অফিসার জানান মৃতদেহে কোন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে কিনা বোঝা যাচ্ছে না। কারন মৃতদেহে পচন ধরেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে রনি লস্করের মৃত্যুর আসল কারন জানা যাবে।মৃতের পরিবারের অভিযোগ রনি লস্করকে হত্যা করা হয়েছে। রঞ্জন রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে তিনি খুনের অভিযোগ তুলেন। কারন রনি ৬ নভেম্বর রঞ্জন রায়ের সাথে কোন এক জায়গায় যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। রঞ্জন রায়ের বিরুদ্ধে আগেও খুনের অভিযোগ রয়েছে। পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন