আগরতলা : যাদের কথা আগে কেউ কোনদিন চিন্তা করেনি, তাদের কথা চিন্তা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রাবাস নির্মাণের ফলে ছেলে মেয়েদের থাকার ব্যবস্থার পাশাপাশি পড়ালেখার গুনমান আগামীদিনে বৃদ্ধি পাবে।পিএম জনমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা স্বপ্নের প্রকল্প।রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ভার্চুয়ালি ১০ টি ছাত্রাবাস নির্মাণের জন্য শিলান্যাস করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালের ১৫ নভেম্বর জনাজাতি দিবসে পিএম জনমন-র উদ্বোধন করেন। এই অভিযানের উদ্দেশ্য হল ৭৫ টি পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন করা। এই ৭৫ টি সম্প্রদায়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের রিয়াং সম্প্রদায়ের জনজাতিরা রয়েছে। ত্রিপুরার রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীরা যেন শিক্ষাকে সঠিকভাবে গ্রহণ করতে পারে তার জন্য সমগ্র শিক্ষা বিভাগ ছাত্রাবাস নির্মাণ ও পরিচালনার কার্যকলাপ শুরু করেছে। রাজ্যে মোট ১৪ টি ছাত্রাবাসের অনুমোদন পাওয়া গেছে। তার মধ্যে ১২ টি ১০০ শয্যা বিশিষ্ট এবং বাকি দুটি ৫০ শয্যা বিশিষ্ট। সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ১০ টি ছাত্রাবাস নির্মাণের জন্য শিলান্যাস করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন রাজ্য সরকারও চেষ্টা করছে জনাজতিদের সার্বিক উন্নয়নের জন্য। আগে গড়িয়া পূজায় এক দিনের ছুটি ছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর গড়িয়া পুজায় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকার জাতি জনজাতি সকলকে নিয়ে চলতে চায়।