বাজারে বেড়ে চলা জিনিসের মূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেই বলে অভিযোগ

আগরতলা : বাজারে ঊর্ধ্বগতি জিনিসপত্রের দাম। নাভিশ্বাস উঠছে আমজনতার। আলু- পেঁয়াজ, সরিষার তেল থেকে শুরু করে শাঁক- সবজি। হাত লাগালেই যেন ছ্যাকা লাগছে। অভিযোগ প্রতিদিন পাল্লা দিয়ে বেড়ে চলেছে জিনিসের দাম। দিশাহীন সাধারণ মানুষ। অভিযোগ প্রশাসনের কোন নিয়ন্ত্রণ নেই বলেই বাজারে একাংশ ব্যবসায়ী দাম বাড়িয়ে চলেছে। আরও অভিযোগ মাঝে মধ্যে চলে লোকদেখানো অভিযান। বুধবার ফের লোক দেখানো অভিযানে নামে খাদ্য দপ্তরে ও সদর মহকুমা প্রশাসনের লোকজন। এদিন সকালে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে চলে অভিযান। অভিযান চলাকালীন এক আধিকারিক জানান পেঁয়াজ নাকি খুচরো বিক্রি হচ্ছে ৭১-৭২ টাকা আর আলু নাকি ৩৫ টাকা। বাস্তবে পেঁয়াজ খুচরো বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা কিলো আর আলু বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কিলো দরে। এভাবে দাম বেড়ে চললেও প্রশাসনের তরফে নেই কোন হেলদোল। নামকাওয়াস্তে অভিযান চলে। নিন্দুকেরা বলছেন এসব মাঝে মধ্যে অভিযান শুধু লোক দেখানো ছাড়া আর কিছুই নয়।

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন