আগরতলা : এক যুবতী সহ ৪ জনকে ড্রাগস সহ গ্রেপ্তার করলো পূর্ব আগরতলা থানার পুলিস। নেশার রমরমা রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। একাংশ যুবক- যুবতী নেশা সেবন ও বিক্রিতে জড়িয়ে পড়েছে। বিপথে পরিচালিত হচ্ছে যুবক-যুবতীরা। গোপন খবরের ভিত্ত্যিতে ফের অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিস গ্রেপ্তার করে এক যুবতী সহ ৪ জনকে। পূর্ব থানার ওসি জানান গোপন খবরের ভিত্তিতে মহারাজগঞ্জ বাজার ও লক্ষ্মি নারায়ণ বাড়ি রোডে অভিযান চালানো হয়। এতেই মিলে সাফল্য। এক যুবতী সহ ৪ জনকে আটক করে পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার সহ নগদ অর্থ। ধৃতরা হল জলিল মিয়া ,উত্তম দাস, আকাশ দেববর্মা।অভিযোগ তারা ড্রাগস বিক্রিই শুধু নয়, নেশা সেবনও করে। তাদের সঙ্গে আরও কয়েকজন রয়েছে বলে ওসি জানান। পুলিস মামলা নিয়ে তদন্ত করছে।তাদের সঙ্গে যুক্ত থাকা নেশা বিক্রেতাদের জালে তোলার চেষ্টা করছে।