আল-আমিন একাডেমির ৩০ বর্ষপূর্তি উপলক্ষে আল–আমিন অলিম্পিয়াড পরীক্ষা হবে ২২ ডিসেম্বর

আগরতলা : চলতি বছরের আল –আমিন অলিম্পিয়াড পরীক্ষা হবে ২২ ডিসেম্বর।রেজিস্ট্রেশনের সময়সীমা ১৬ ডিসেম্বর পর্যন্ত। আল –আমিন অলিম্পিয়াড-র মাধ্যমে আল-আমিন একাডেমি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মান প্রদান করবে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান একাডেমীর কর্মকর্তারা।আসামের বদরপুরস্থিত আল-আমিন একাডেমির ৩০ বছর পূর্তি উপলক্ষে বৃত্তিমূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড ও মিজোরাম এই চারটি রাজ্যে হবে এই মেধা বৃত্তিমূলক পরীক্ষা। সাংবাদিক সম্মেলন করে জানালেন আলামিন একাডেমীর প্রজেক্ট হেড ইবাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আলামিন একাডেমীর ট্রাস্টি মেম্বার জাবের হোসেন চৌধুরী সহ ত্রিপুরার দায়িত্বে থাকা আল-আমিন একাডেমির জুয়েল খাজি। তারা বলেন এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বুঝতে ও দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা এতে অংশ নিতে পারবে।

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন