ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে রক্তদান শিবির

আগরতলা : রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে এলেন ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশন। শনিবার সংগঠনের উদ্যোগে হয় রক্তদান শিবির। রাজধানীর কলেজ টিলাস্থিত ফিশ হেলথ ইনভেস্টিগেশন হলে হয় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। উপস্থিত ছিলেন টিএসইসিএল-র চেয়ারম্যান টোটন দাস, মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। এদিনের শিবিরে বেশ উৎসাহ নিয়ে রক্তদান করেন করেন কর্মচারীরা।পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী জানান বিজ্ঞানিরা অনেক চেষ্টা করেও রক্তের বিকল্প আবিস্কার করতে পারেন নি। মানুষের রক্ত দিয়েই মানুষকে বাঁচাতে হবে। রক্ত দান করলে নিজে যেমন সুস্থ থাকা যায়, তেমনি রক্ত দানের মধ্যদিয়ে অপরের জীবন বাঁচানো যায়। তাই তিনি সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। রক্তদাঙ্কে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল