ব্যবসায়ী-রেশনসপ ডিলারদের নিয়ে পশ্চিম জেলা ভিত্তিক খাদ্য দপ্তরের বৈঠক

আগরতলা : সুযোগ পেলেই একাংশ ব্যবসায়ী বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কৃত্তিম সংকট তৈরি করে বলে অভিযোগ। তাই এসব বন্ধে আলোচনা সভা।খাদ্য দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী, কনজিউমার ক্লাবের মেম্বার, মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও রেশন সপ ডিলারদের নিয়ে শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, খাদ্য দপ্তরের অধিকর্তা, পশ্চিম জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান খাদ্য দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিটি জেলায় জেলার সকল বাজারের ব্যবসায়ী ও রেশন সপ ডিলারদের নিয়ে জেলা ভিত্তিক আলোচনা সভা করা হবে। সেই মোতাবেক এইদিন পশ্চিম জেলা ভিত্তিক আলোচনা সভা হয়। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কৃত্রিম সঙ্কট সৃষ্টি করা হয়। আসাম-আগরতলা শহরে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটলে বাজারে খাদ্য সামগ্রীর কৃত্রিম সঙ্কট সৃষ্টি করার চেষ্টা করা হয়। তাই এই ধরনের আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানালেন খাদ্য মন্ত্রী।

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন