ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম- কংগ্রেস জোটের জয়ে খুশি রাজ্যের কংগ্রেস কর্মীরা

আগরতলা : বিজেপিকে ধরাশায়ী করে ঝাড়খণ্ড বিধানসভায় জয়ী জেএমএম- কংগ্রেস জোট। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছে ইন্ডিয়া। ঝাড়খণ্ডে পর পর ক্ষমতায় এসেছে জে এম এম জোট। ধরাশায়ী হয়েছে বিজেপি। শুধু তাই নয়, কেরালার ওয়েনারে লোকসভার উপনির্বাচন ও বিভিন্ন রাজ্যের বিধানসভার উপ- নির্বাচনেও ইন্ডিয়া জোট জয়ী হয়েছে অনেক আসনে। ঝাড়খণ্ড বিধানসভা সহ বিভিন্ন জায়গায় উপভোটে ইন্ডিয়া জোটের জয়ের আনন্দে মাতলেন রাজ্যের কংগ্রেস কর্মীরা। শনিবার সন্ধ্যায় কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান। শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যদের। তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝাড়খণ্ডে জেএমএম ও কংগ্রেস জোটের সরকারকে।

Related posts

CM stresses school-level awareness to combat HIV cases

শ্রেণিকক্ষেই দেশের ভবিষ্যৎ নির্মিত হয়: বিদ্যুৎ মন্ত্রী

এইচআইভি/ এইডস মোকাবিলায় আরো স্ক্রিনিং বৃদ্ধি করতে হবে: মুখ্যমন্ত্রী