অটল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখ্যমন্ত্রী

আগরতলা : গ্রামীণ এলাকায় খেলাধুলার আকর্ষণ শহরের চেয়ে কম নয়। তাই সরকার শহর এলাকার পাশাপাশি রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ক্রীড়া প্রতিভার বিকাশে গড়ে তোলা হয়েছে সিন্থেটিক টার্ফ, সিন্থেটিক ট্র্যাক ও অ্যাস্ট্রোটার্ফ। শনিবার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অটল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় খেলার মাঠ মানুষের কাছে অনুপ্রেরণা। তাছাড়া ফুটবল খেলা এমন একটি খেলা যা মানুষকে শৃঙ্খলাপরায়ণ হতে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত গড়ে তুলতে যুব সমাজকে দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছেন। যুব সমাজকে দক্ষ করে তুলতেও খেলার মাঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় সরকার খেলাধুলার বিকাশে খেলো ইন্ডিয়ার মতো প্রকল্প নিয়েছে। রাজ্য সরকারও ক্রীড়া প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্প নিয়েছে। উল্লেখ্য, মতিনগর প্লে সেন্টারের উদ্যোগে এই নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মোহনপুরের সপ্তরশ্মি ও স্থানীয় দল বর্ডার কিং একাদশ। ফাইনাল ম্যাচ শুরুর আগে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দু’দলের ফুটবলারদের সাথে পরিচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছন্দা দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির পক্ষে সমাজসেবী সুবীর চৌধুরী।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী