সিপিএম সদর মহকুমা কমিটির দুই দিনের সম্মেলন শুরু

আগরতলা : সিপিএম সদর মহকুমা কমিটির দুই দিনের সম্মেলন শুরু হল রবিবার। এদিন মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে সম্মেলনের কাজ শুরু হয়। এর উদ্বোধন করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। আগামী বছরের ২ থেকে ৬ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে সিপিআইএম-এর সর্বভারতীয় সম্মেলন হবে। এই সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের আগামীদিনের রনকৌশল কি হবে সেই বিষয় আলোচনা হবেরবিবার ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।পরে ভানু ঘোষ স্মৃতি ভবনে শুরু হয় সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম নেতা পবিত্র কর, রতন দাস সহ অন্যান্যরা। সম্মেলনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দলের সাংগঠনিক প্রক্রিয়া অন্যান্য রাজনৈতিক দলের সাংগঠনিক প্রক্রিয়া থেকে পৃথক। প্রতি তিন বছর পর পর সিপিআইএম-এর তৃনমূল স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত সম্মেলন করা হয়। সমগ্র দেশে সিপিআইএম-এর প্রায় সাড়ে ১০ লক্ষ সদস্য সদস্যা রয়েছে। ২৪ তম পার্টি কংগ্রেসকে সামনে রেখে দেশ জুড়ে ছোট বড় সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের ২ থেকে ৬ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে দলের সর্বভারতীয় সম্মেলনের মধ্যদিয়ে এই সম্মেলন প্রক্রিয়া সম্পন্ন হবে। এই সম্মেলনে দলের আগামিদিনের রন কৌশল কি হবে সেই বিষয় আলোচনা হবে। পাশাপাশি দলের সাংগঠনিক দুর্বলতা গুলি চিহ্নিত করে আগামিদিনের কর্মসূচি গ্রহণ করা হবে। এইদিনের সম্মেলনে সিপিআইএম সদর মহকুমা কমিটির অধিন বিভিন্ন অঞ্চল কমিটি থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এই সম্মেলনে সোমবার সমাপ্ত হবে। সম্মেলন থেকে আগামী দিনের কর্মসূচী ঠিক হয়।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস