ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে লালন উৎসব পালন করা হয়

আগরতলা : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে লালন উৎসব পালন করা হয়।তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নন্দননগর দেবরাম ঠাকুর গ্রাম পঞ্চায়েতের অধিন সংস্কৃতি হাটে হয় এই লালন উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি দেবাশিষ ভট্টাচার্য সহ অন্যান্যরা। উৎসবের সুচনা করেন বিধায়ক রতন চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন সুস্থ সংস্কৃতি জন্ম দিতে পারে সুস্থ সমাজ ও শক্তিশালী সমাজের। সংস্কৃতি হাট সকলের একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। সাংস্কৃতিক হাট শুরুর আগে একটা সংশয় ছিল সফলতা আসবে কিনা। কারন যে এলাকায় সাংস্কৃতিক হাট করা হয়েছে, সেই জায়গায় একটা সময় নেশার সাম্রাজ্য ছিল। সন্ধ্যার পর ভয়ে মানুষ ঘর থেকে বের হতো না। বর্তমানে এলাকার মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। এদিন অনুষ্ঠানে প্রচুর মানুষ অংশ নেন। তাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

এখনও নিয়োগ না করায় ক্ষুব্ধ টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM