আগরতলা : দেশ ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও বিক্ষোভ মিছিল- সভা করে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং সংযুক্ত কিষান মোর্চা। মঙ্গলবার রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হয় মিছিল- সভা।রেগার মজুরি ৬০০ টাকা করা, দ্রব্যমূল্য হ্রাস , সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ ১২ দফা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল করা হয় আগরতলা শহরে। মিছিলটি রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ কৃষক- শ্রমিক সংগঠনের নেতৃত্ব।পবিত্র কর জানান ২০২০ সালের ২৬ নভেম্বর দেশের শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। কারণ সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার চারটি শ্রম কোড শ্রমিকদের বিরুদ্ধে চালু করার চেষ্টা করেছিল। একই সাথে তিনটি কালো কৃষি আইন সামনে এনেছিল সরকার। তারপর কৃষক ও শ্রমিকরা দিল্লি চলো অভিযানে শামিল হয়। কিন্তু সরকার প্রতিশ্রুতি পালন না করায় এবং আন্দোলনের চার বছর পূর্তি উপলক্ষে এইদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এদিন মিছিলে প্রচুর নারী- পুরুষ অংশ নিয়েছিল।