বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বললেন বিরোধী দলনেতা শুনুন

আগরতলা : বর্তমানে বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে সেখানকার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর।রাষ্ট্রদ্রোহিতা মামলায় বাংলাদেশে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। বর্তমানে তিনি সেই দেশে জেল হেপাজতে রয়েছে। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রতিক্রিয়ায় জানান বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো নয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি সেই দেশের মানুষের মধ্যে ক্ষোভ ছিল। রাজ্যে যেভাবে বিজেপি নির্বাচনকে প্রহসনে পরিণত করে ক্ষমতা দখল করেছে। অনুরূপ ভাবে বাংলাদেশেও শেখ হাসিনা ক্ষমতা ধরে রেখেছিল। কিন্তু বর্তমানে যাদের হাতে ক্ষমতা রয়েছে, তারা বলছে পাকিস্তান তাদের সবচেয়ে বড় বন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙ্গে ফেলা হয়েছে। বাংলাদেশে বর্তমানে স্বৈরাচারী শাসন চলছে। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ শক্তিকে দুর্বল করছে। সেখানকার সংখ্যা লঘু অংশের মানুষ আক্রান্ত হচ্ছে। সেখানকার সংখ্যা লঘুদের ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন সিপিএম রাজ্য সম্পাদক।

Related posts

এস সি মোর্চার জাতীয় সম্পাদকের উপস্থিতিতে বিজেপি অফিসে বৈঠক

রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পথে নামলো সিপিএম

কলকাতায় একটি টিভির রিয়েলিটি শোতে সাফল্য পায় রাজ্যের রাজস্মিতা