এ জি অফিসের সিনিয়র একাউন্টেন্ট-র মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে

আগরতলা : আগরতলা এজি অফিসের সিনিয়র একাউন্টেন্ট এর ম্রুত্যুতে রহস্যের সৃষ্টি। দাবি উঠেছে প্রকৃত কারণ খুঁজে বের করার। ঘটনা আগরতলাস্থিত এজি অফিসে। মৃত ব্যক্তির নাম গোপাল দেবনাথ। তিনি এজি অফিসের সিনিয়র একাউন্টেন্ট পদে কর্মরত ছিলেন। এজি-র সচিব পার্থ সারথি চক্রবর্তী জানান এজি অফিসে ইন্টার জোনাল কেরাম টুর্নামেন্টের অনুষ্ঠান ছিল। সেই সময় খবর পান অফিসের ছাদ থেকে কেউ একজন পড়ে গিয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। অফিসের সিনিয়র একাউন্টেন্ট গোপাল দেবনাথ কেন ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা অনেকের। জানা গেছে মৃত কর্মী ইন্টার জোনাল কেরাম টুর্নামেন্টের খেলাও দেখেছে। অফিসে অন্যান্য অফিসারদের সাথেও তার কোন ঝামেলা ছিল না। তবে কি ভাবে গোপাল দেবনাথ ছাদ থেকে পড়েছে কেউই তা জানে না। অফিসের সকলে শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে তাকে নিচে পড়ে থাকতে দেখেছে বলে জানান তিনি। তবে আদৌ এটি কি খুন নাকি আত্মহত্যা এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

Related posts

রাজ্যে উডল্যান্ডস হসপিটাল খোলার জন্য বৈঠক রাজ্য সরকারের সঙ্গে

আগরতলা রেলস্টেশনের ১ নং প্লেট ফর্মে থাকা ব্যবসায়ীদের সমস্যার সুরাহা

দিব্যাঙ্গজনদের জন্য সরকার কাজ করছে- মুখ্যমন্ত্রী