পুরাতন রাজভবনকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি-নব্যেন্দ্যু

আগরতলা : পাঁচতারা হোটেল খোলার জন্য পুরনো রাজভবনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলে যারা সরব হয়েছেন তাদের সমালোচনা করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলন করেন মুখপাত্র। সঙ্গে ছিলেন মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে মুখপাত্র জানান পুরাতন রাজভবনকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। রাজ পরিবারের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই সবকিছু করা হবে। যারা বর্তমানে প্রতিবাদ করছে তারাই রাজ পরিবারের ঐতিহ্য নষ্ট করেছে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে এমবিবি বিমানবন্দর করা হয়েছে।তাঁর অভিযোগ রাজন্য স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গায় ব্যবসা করা হচ্ছে। আর রাজ্য সরকারের চিন্তা ভাবনায় একটা অহেতুক ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। অথচ রাজ্য সরকার পুস্পবন্ত মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। কারো সাথে মৌ স্বাক্ষর হয়নি।উল্লেখ্য, পুরাতন রাজভবন অর্থাৎ পুস্পবন্ত মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে ইতিমধ্যে খবর ছড়িয়েছে।তারপরই প্রতিবাদের ঝড় উঠে রাজ্যজুড়ে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস