আগরতলা : ছাত্র স্বার্থে কলেজগুলির সমস্যা নিয়ে সোচ্চার এনএসইউআই। রাজ্যের সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অধ্যাপক-সহকারী অধ্যাপকের স্বল্পতা। ফলে পঠন-পাঠনে ব্যাঘাত ঘটছে।অথচ শুন্যপদ পড়ে রয়েছে। এই অবস্থায় প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নামল এনএসইউআই। সোমবার সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া উচ্চশিক্ষা দপ্তরে। এদিন সংগঠনের রাজ্য সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন অধিকর্তার সঙ্গে। তুলে ধরেন দাবি সনদ। এনএসইউআই সভাপতি দাবি জানান রাজ্যে প্রয়োজন দুই হাজারের উপরে সহকারী অধ্যাপক ও অধ্যাপক। অথচ রাজ্যে বর্তমানে রয়েছে মাত্র ৩৮০ জন অধ্যাপক। এই অবস্থায় গেস্ট লেকচারার দিয়ে চলছে কলেজ গুলি। তাই তারা দাবি জানান অধ্যাপক নিয়োগের। যাতে কলেজ গুলিতে পঠন- পাঠন স্বাভাবিক ভাবে হয়। কর্তৃপক্ষ পদক্ষেপ নেয় কিনা তাই এখন দেখার।