আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রাজ্যে পালন করা হয়

আগরতলা : আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রাজ্যে পালন করা হয়।সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সহযোগিতায় পশ্চিম জেলা সমাজশিক্ষা আধিকারিকের উদ্যোগে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে হলো আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে এদিন পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমসের আয়োজন করা হয়। রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাঠে হয় এই প্রতিযোগিতা।খেলার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়।তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া ছেলে মেয়েদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, লক্ষ্য স্থির থাকলে সিদ্ধি লাভ হবেই। কোন অবস্থাতেই কেউ রুখতে পারবে না। তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে কেন্দ্র সরকার দিব্যাঙ্গন ছেলে মেয়েদের জন্য কাজ করে চলেছে। তাদের আত্মসম্মান কিভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিব্যাঙ্গনদের পেনশন ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকা করা হয়েছে। বিবাহ করার সময় তাদের ২০১৮ -র আগে ৫ হাজার টাকা করে দেওয়া হতো, বর্তমান সরকার সে অর্থ রাশি বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করেছে।এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন