আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস আপাতত বন্ধ ভিসার দেওয়ার কাজ

আগরতলা : আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ভিসার দেওয়ার কাজ।সোমবার একটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনা ঘটে যায় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে। এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বইছে সর্বত্র। আরক্ষা প্রশাসনও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঘটনার জেরে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসের সকল কাজ কর্ম সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস থেকে ভিসা ও কন্সুলার সেবা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিসা ও কন্সুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী কালিন সরকারের নির্দেশ মোতাবেক আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস ভিসা ও কন্সুলার সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা করেছে। কবে নাগাদ ফের চালু হবে এই পরিষেবা তা জানানো হয়নি।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস