বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদে সরব বৈদিক ব্রাক্ষন সমাজ

Baidik Brahman Samaj holds protest against attack on Hindus in Bangladesh 12

আগরতলা : সংখ্যালঘুদের বাংলাদেশে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে এবার সরব বৈদিক ব্রাক্ষ্মন সমাজ।বদলের বাংলাদেশে নির্যাতনের শিকার সংখ্যালঘুরা। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের। এই ঘটনার প্রতিবাদে সরব হল বৈদিক ব্রাহ্মণ সমাজ। বৈদিক ব্রাহ্মণ সমাজের তরফে বুধবার রাজধানীর মেলারমাঠ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে গনঅবস্থানে বসে বৈদিক ব্রাহ্মণ সমাজের সদস্যরা। সংগঠনের সদস্য ভাস্কর চক্রবর্তী জানান বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। এই নির্যাতন অবিলম্বে বন্ধ করার দাবিতে এদিন বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে গনঅবস্থান সংগঠিত করা হয়েছে।এদিন কর্মসূচীতে সংগঠনের সদস্যরা অংশ নেয়।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে