আমতলী থানায় আটক ফেন্সিডিল সহ এক মহিলা

আগরতলা : এক মহিলা সহ আটক ফেন্সিডিল। আমতলী থানার পুলিস ৫০ বোতল ফেন্সিডিল সহ বহিঃরাজ্যের এক মহিলাকে আটক করে। ধৃত মহিলার বাড়ি বিহারের কাটোয়া জেলায়। অপরদিকে ধৃত অটো চালকের নাম অনিপ সূত্রধর। তার বাড়ি ত্রিপুরা রাজ্যে। আমতলি থানার এক পুলিশ অফিসার জানান বৃহস্পতিবার সকালে আমতলি থানার পুলিশ সিদ্ধি আশ্রম রেল স্টেশন রোডে কর্তব্যরত অবস্থায় সন্দেহজনক একটি অটো আটক করে। অটোতে ছিলেন ধৃত মহিলা।অটো চালক ও মহিলাকে জিজ্ঞাসাবাদ চালানো হলে তাদের কথায় অসংগতি ধরা পড়ে। এতে পুলিশ কর্মীদের সন্দেহ হয়। তখন আইন মেনে অটো সহ মহিলাকে তল্লাসি চালানো হয়। তল্লাসি চালানোর সময় মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে মহিলা স্বীকার করে সে আগেও এই ভাবে ফেন্সিডিল পাচার করেছিল। অটো চালক অনিপ সুত্রধর এই ফেন্সিডিল পাচারের সাথে যুক্ত। ধৃতদের তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করল আমতলি থানার পুলিশ।এই ঘটনায় ফের প্রমাণ শুধু পুরুষ নয়, মহিলারাও নেশার ব্যবসায় যুক্ত।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের