শ্রমজীবীদের বিভিন্ন সমস্যা নিয়ে শ্রম ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন সিআইটিইউর

আগরতলা : শ্রমজীবীদের বিভিন্ন সমস্যা নিয়ে মিছিল করে শ্রম ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন বাম শ্রমিক সংগঠন সিআইটিইউর।সোমবার রাজধানীর অফিস লেন স্থিত শ্রম ভবনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমজীবীরা। পাশাপাশি এদিন সিআইটিইউ-র পক্ষ থেকে শ্রম কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ-র রাজ্য কমিটির সাধারন সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমিক নেতা কানু ঘোষ সহ অন্যান্যরা। শঙ্কর প্রসাদ দত্ত জানান রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন শ্রম দপ্তরে। বিজেপি নেতৃত্বাধীন সরকার একের পর এক অপরাধ করছে বলে অভিযোগ । দেশে শ্রমিকদের কাজ কমছে। যারা কাজ করতেন বর্তমানে তারা বেকার হয়ে পড়ছেন। রাজ্যেও বিভিন্ন বাজার গুলিতে গেলে দেখা যায় শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা ধরে কাজের জন্য বসে রয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ, নির্মাণ প্রকল্পে সরলীকরণ, সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান সহ বিভিন্ন দাবি।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন