রাধানগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আগুনে আতঙ্ক

আগরতলা : পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড।রাজধানীর রাধানগরের পেট্রোল পাম্প অল্পেতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল।দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্বে আসে।জানা যায় এদিন রাধানগর পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘরের পাশে ওয়েল্ডিং-এর কাজ করা হচ্ছিল। ওয়েল্ডিং করার সময় আচমকা পেট্রোল পাম্প সংলগ্ন ঘরটিতে আগুন লেগে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুইটি ইঞ্জিন। দমকলের দুইটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পেট্রোল পাম্পের পাশের ঘরে থাকা টিভি, ফ্রিজ সহ সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মালিক জানান অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কারনে আগুন বেশি ছড়ায়নি। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে আগুন ছড়িয়ে যেতে পারতো পেট্রোল পাম্পে। এতে বড় ধরনের অঘটন ঘটতে পারতো। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র