ব্যাটলিংশিপকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে—সুশান্ত

আগরতলা : দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ঘুরে দেখলেন উত্তর ত্রিপুরা জেলার জম্পুই পাহাড়ে অবস্থিত ব্যাটলিংশিপের পরিকাঠামো। ব্যাটলিংশিপের পরিকাঠামো সরজমিনে ঘুরে দেখার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ব্যাটলিংশিপ থেকে মিজোরাম সহ বিভিন্ন জায়গা পরিষ্কার দেখা যায়। ব্যাটলিংশিপ একটা পর্যটন কেন্দ্র। ব্যাটলিংশিপকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যাটলিংশিপের উন্নয়নে আরও কি কি করা যায় সেই বিষয় গুলি খতিয়ে দেখেছেন।পরবর্তী সময় দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানালেন মন্ত্রী। এদিন পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন দপ্তরের আধিকারিকরা।

Related posts

এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের প্রায় ৫০০ ক্যাডেট অংশ গ্রহণ করে

শিশু শ্রম বন্ধে অভিযানে নেমে রাজধানীতে উদ্ধার দুই কিশোর

রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের