৪ দফা দাবিতে এবিভিপির তরফে স্মারকলিপি বিবিএম কলেজের অধ্যক্ষের কাছে

আগরতলা : বিভিন্ন দাবিতে মিছিল করে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।বৃহস্পতিবার সংগঠনের তরফে কলেজে বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ দেখায়।পরে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেয় বিভিন্ন দাবিতে।সংগঠনের আগরতলা মহানগর সহ-সম্পাদক অয়ন মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচীতে উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃত্বে জানায় ২০২৩ সালে একবার ডেপুটেশন দেওয়া হয়েছিল। দাবি জানানো হয়েছিল কলেজে বীর বিক্রম কিশোর মানিক্য ও স্বামী বিবেকানন্দের মূর্তি বসানোর জন্য। অভিযোগ আজ পর্যন্ত তা বসানো হয়নি।তাই ফের বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে কলেজের মাঠ ও শৌচাগারগুলি পরিষ্কার করা, ছাত্র ইউনিয়ন ভবন মেরামত, ছাত্র ইউনিয়ন ভবনে জিনিস পত্র রাখার জন্য আলমারির ব্যবস্থা, যেসব ছাত্র- ছাত্রী এখনও পরিচয়পত্র পায়নি সেসব পড়ুয়াদের দ্রুত পরিচয়পত্র দেওয়ার দাবি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বের।

Related posts

এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের প্রায় ৫০০ ক্যাডেট অংশ গ্রহণ করে

শিশু শ্রম বন্ধে অভিযানে নেমে রাজধানীতে উদ্ধার দুই কিশোর

রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের