আগরতলায় বিক্ষোভ সভা থেকে কেন্দ্রের সরকারের সমালোচনায় মুখর পবিত্র- মানিকরা

আগরতলা : কেরালা সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবরোধ ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে পথে নামলো চার বামপন্থী সংগঠন। মঙ্গলবার বিকেলে আগরতলা শহরে সভা। সি আই টি ইউ, রাজ্য কৃষক সভা ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ ও রাজ্যের ক্ষেত মজুর ইউনিয়ন এর তরফে হয় প্রতিবাদ বিক্ষোভ সভা। সভায় উপস্থিত ছিলেন চার সংগঠনের নেতৃত্ব পবিত্র কর, মানিক দে, শ্যামল দে, রাধাচরণ দেববর্মা। রাজ্য কৃষক সভার সম্পাদক পবিত্র কর কেন্দ্রীয় মোদী নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেন , বিকল্পধারার অর্থনৈতিক পথ দেখিয়ে যাওয়ার পরও মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকার ধারাবাহিকভাবে কেরালা সরকারকে নানাভাবে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে বেকায়দায় ফেলে দেবার চেষ্টা করছে এবং তা, প্রকাশ্যেই। অসাধারণ তথ্য সমৃদ্ধ এই প্রতিবাদ সভায় তিনি বলেন এই রাজ্য থেকে কর আদায়ের পঞ্চাশ শতাংশ দাবি করেছে কেরালা সরকার। কি ভাবে কেরালাকে নিষ্পেষণ করে চলেছে তার নিদর্শন দিয়ে তিনি বলেন কেরালার দেওয়া বিকল্প পথ মোদী -বিজেপি সরকার গ্ৰহন তো করছেইনা উপেরুন্তু কেরালার মানুষের উন্নয়নের জন্য যত পরিকল্পনা নিচ্ছে কেরালার বামফ্রন্ট সরকার, সেগুলো যাতে প্রয়োগ করতে না পারে তা নানাভাবে বাধাদেবার চেষ্টা করে যাচ্ছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি -আর এস এস কেন্দ্রীয় সরকার। কেরালার মানুষের প্রতি পদে পদে অবিচার করে চলেছে। তিনি বলেন কেরালার সমস্ত উন্নয়নের কার্যক্রমকে গলাটিপে মেরে দেবার চেষ্টা করে চলেছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি আর এসএস সরকার। শুধুমাত্র উন্নয়নমূলক কাজেই বাধার সৃষ্টি করেছে তানয় প্রাকৃতিক দুর্যোগে, বন্যায়, ভূমিধ্বসের ফলে ক্ষতিগ্রস্ত কেরালার মানুষের সাহায্যের ক্ষেত্রেও তা করে যাচ্ছে বলে অভিযোগ করে পবিত্র কর বলেন প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে ঘুরেই দেখেন, মুখ্যমন্ত্রীর সাথে সভা করে যে আশ্বাস দেন দিল্লি ফিরে গিয়েই সেখান থেকে নিজেকে সড়িয়ে নিচ্ছেন।তিনি বলেন কেরালার মানুষ এই অন্যায় মেনে নেবে না।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে