এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের প্রায় ৫০০ ক্যাডেট অংশ গ্রহণ করে

আগরতলা : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর হাত ধরে সূচনা হল এন সি সির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের।আগরতলা শহীদ ভগত সিং যুব আবাস প্রাঙ্গণে মঙ্গলবার শিবিরের সূচনা হয়। ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির। এতে ত্রিপুরা ছাড়াও দিল্লি, পশ্চিমবঙ্গ, সিকিম, মণিপুর, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম ও মেঘালয় থেকে প্রায় ৫০০ এন সি সি ক্যাডেট অংশ নেয়। উত্তর- পূর্বাঞ্চল এন সি সির অধিকর্তার কার্যালয় ও ১৩ এন সি সি ত্রিপুরা ব্যাটেলিয়নের তরফে শিবির হচ্ছে। অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন শিলচরস্থিত এন সি সির গ্রুপ হেড কোয়ার্টারের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কপিল সুদ, ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এন সি সির কমান্ডিং অফিসার সি রাজশেখর সহ অন্য আধিকারিকরা। অনুষ্ঠানে রাজ্যপাল এন সি সি ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাজ্যপাল বলেন, ভারতবর্ষের বৈচিত্রময় সংস্কৃতি ও ঐক্যকে ঊর্ধ্বে তুলে ধরতে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক অনন্য প্রয়াস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Related posts

শিশু শ্রম বন্ধে অভিযানে নেমে রাজধানীতে উদ্ধার দুই কিশোর

রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের

আগরতলায় বিক্ষোভ সভা থেকে কেন্দ্রের সরকারের সমালোচনায় মুখর পবিত্র- মানিকরা