মণিপুর ও আদানি ইস্যুতে রাজভবন অভিযান ঘিরে কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ

আগরতলা : রাজভবন অভিযানের নামে রাজধানীতে অনেক দিন পরে শক্তি দেখাল প্রদেশ কংগ্রেস।মণিপুর ইস্যুতে এদিন তারা রাজভবন অভিযান করে। পূর্ব ঘোষণা মোতাবেক বুধবার রাজভবন অভিযান করে প্রদেশ কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে গৌতম আদানির আর্থিক দুর্নীতি ও প্রতারণা এবং জাতি দাঙ্গায় হিংসাদীর্ণ মনিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের নিরবতার প্রতিবাদে এই রাজভবন অভিযান করা হয়। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় প্রদেশ কংগ্রেসের সুবিশাল মিছিল। মিছিলটি রাজভবনে উদ্দেশ্যে রওয়ানা হয়ে সার্কিট হাউজের সামনে পৌঁছানোর পর আরক্ষা প্রশাসনের তরফে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়।কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। কিছুটা ধস্তাধস্তি হয় পুলিসের সঙ্গে। সেখানে হয় সভা। এদিনের মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস নেতা মহম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান বিশ্ব জুড়ে গৌতম আদানির আর্থিক দুর্নীতি নিয়ে নিরব কেন্দ্রীয় সরকার। মনিপুর নিয়েও নিরব ভুমিকা প্রধানমন্ত্রীর। এই দুই ইস্যুতে উত্তাল হচ্ছে সংসদ। তাই সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে এদিন রাজ্যপালের নিকট গন ডেপুটেশন দেয়। এদিনের কর্মসূচীতে ব্যাপক সংখ্যায় কংগ্রেস কর্মী- সমর্থক অংশ নেয়।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র