রাজ্যে উডল্যান্ডস হসপিটাল খোলার জন্য বৈঠক রাজ্য সরকারের সঙ্গে

আগরতলা : রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার।এবার পি পি পি মডেলে রাজ্যে হাসপাতাল খোলার জন্য কলকাতার উডল্যান্ডস হসপিটাল খোলার জন্য বৈঠক। বুধবার আগরতলায় রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় হাসপাতালের আধিকারিকদের সঙ্গে। এদিন বিকেলে একথা জানান হাসপাতালের এম ডি। তিনি জানান তবে কোন সিদ্ধান্ত হয়নি। এটা প্রাথমিক পর্যায়ে আলোচনা মাত্র। উনারা কলকাতা গিয়ে আলোচনা করবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এবিষয়ে যে কোন সময় আলোচনায় প্রস্তুত।বিশ্ব মানের উন্নত প্রযুক্তি ও আধুনিক পরিষেবা সম্পন্ন চিকিৎসা পরিষেবায় অনন্য নজির গড়েছে উডল্যান্ডস হাসপাতাল। আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অঙ্গ এই হাসপাতাল শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গেই নয় সমগ্র পূর্ব ভারতের রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানে এক উন্নত নাম। এই হাসপাতালকে আরো আধুনিক করে তোলা হচ্ছে ও ১৫০ টি শয্যা বাড়ানো হচ্ছে। ২০২৬ সালের মধ্যে কলকাতায় ১০ স্টোরি বিল্ডিংয়ে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ক্যান্সার কেয়ার সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই হাসপাতাল।উন্নত ও আধুনিক পরিষেবায় উডল্যান্ড হাসপাতাল ইতিমধ্যেই এন এ বি এইচ, এন এ বি এল, আই এস ও ২৭০০০ এর অনুমোদন ও স্বীকৃতি প্রাপ্ত। পূর্ব ভারতের প্রথম ক্যাথ ল্যাব এবং বাইপাস সার্জারি এর ক্ষেত্রে অনন্য সফলতা অর্জন করেছে। এর মধ্যে ৩০ হাজারের বেশি সফল অস্ত্রোপচার করা হয়েছে। রোবোটিক সার্জারীর ক্ষেত্রেও রয়েছে অনন্য সফলতা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি