উত্তর-পূর্বের অর্থনৈতিক অগ্রগতি ছাড়া একটি উন্নত ভারত অসম্ভব- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Amit Saha North East Bankar Meeting at agartala polo tower 36

আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১০ বছর আগের উত্তর-পূর্ব এবং বর্তমান উত্তর-পূর্বের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দশ বছর আগে, উত্তর-পূর্ব উত্তাল ছিল। তবে গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে উত্তর-পূর্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বিকশিত ভারত নির্মাণে উত্তর-পূর্বাঞ্চল গেটওয়ে হতে যাচ্ছে। আগামী ২৫ বছরে আর্থিক বিকাশের ক্ষেত্রে এই অঞ্চল গেটওয়ে হবে। যা কিনা রেকর্ড স্থাপন করবে। শনিবার আগরতলা একটি বেসরকারি হোটেলে ব্যাঙ্কারস কনক্লেভে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তিনদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আমিত শাহ দ্বিতীয় দিন এনইসির প্ল্যানারি বৈঠকে প্রথমে যোগ দেন। এর পরে তিনি যান রাজধানীর একটি হোটেলে নর্থ- ইস্ট ব্যাঙ্কারস কনক্লেভে। কনক্লেভে আলোচনা করতে গিয়ে অমিত শাহ উত্তর- পূর্বাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির উপরে। তিনি বলেন, উত্তর-পূর্বের অর্থনৈতিক অগ্রগতি ছাড়া একটি উন্নত ভারত অসম্ভব।বিকশিত ভারত নির্মাণে উত্তর-পূর্বাঞ্চল গেটওয়ে হতে যাচ্ছে। আগামী ২৫ বছরে আর্থিক বিকাশের ক্ষেত্রে এই অঞ্চল গেটওয়ে হবে। যা কিনা রেকর্ড স্থাপন করবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সামগ্রিক উন্নয়নের জন্য উত্তর-পূর্ব অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি আরও বলেন এই অঞ্চল রপ্তানিরও গেটওয়ে হতে যাচ্ছে। পরিকাঠামো উন্নয়নেও উত্তর- পূর্বাঞ্চল রেকর্ড গড়বে।এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নে ব্যাঙ্কারসদের সহযোগিতা চান। এ জন্য ব্যাঙ্কারসদের সংবেদনশিল দৃষ্টিভঙ্গী প্রয়োজন। কনক্লেভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, অর্থ মন্ত্রকের সচিব এম নাগরাজু, ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা, কেন্দ্রের আধিকারিকরা এবং রাজ্য সরকার, ব্যাঙ্কিং কর্মকর্তা এবং অন্যান্যরা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র