আগরতলা : দলের ২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে প্রস্তুতি কমিটি গঠনের সভা সিপিএম-র। সিপিএম পশ্চিম জেলা অফিসে হয় বৈঠক। আগামী বছরের জানুয়ারি মাসের ২৯ তারিখ থেকে শুরু হবে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্মেলন। তিনদিনব্যাপী সম্মেলন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ২৪ তম রাজ্য সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠনের সভা হয় শনিবার। এদিন বিকেলে মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে হয় সভা। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ কর, রমা দাস, মানিক দে, রাধাচরণ দেববর্মা সহ অন্যরা। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সম্মেলনকে সফল করার জন্য। সিপিএম রাজ্য সম্পাদক বলেন, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সম্মেলন শুরু হয়েছে। প্রায় চার হাজারের উপরে ব্রাঞ্চ, ৩০০-র উপর অঞ্চল সম্মেলন শেষ হয়েছে ইতি মধ্যে। ২৩ টি মহকুমা ও ৩ টি জেলা সম্মেলন শেষ হয়ে গেছে। তিনি আরও জানান, সিপিএম এর সম্মেলন মানে এক- দুইদিনের অধিবেশন নয়, এই সম্মেলনের মধ্য দিয়ে দেশ ও রাজ্যের রাজনৈতিক, সামাজিক ,অর্থনৈতিক ও সাংস্কৃতিক এসব জনগণের জীবনকে যুক্ত বিষয় নিয়ে আলোচনা হবে। জনগণকে নিয়ে জনগণের স্বার্থে কিভাবে আগামী দিনে লড়াই সংগঠিত করা হবে সেনিয়ে আলোচনা হবে সম্মেলনে। সম্মেলনে সিপিএম-র বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব অংশ নেন।