আগরতলা : ৫ দিন ব্যাপী প্রান্তিক উৎসব শুরু হচ্ছে ২৫ ডিসেম্বর বড়দিনে। এবছর উৎসবের ভাবনা আমার ত্রিপুরা ড্রাগমুক্ত ত্রিপুরা, আমার ত্রিপুরা সুস্থ ত্রিপুরা।৫ দিন ব্যাপী উৎসবের সূচনা হবে ২৫ ডিসেম্বর বড়দিনে। সোমবার ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান উৎসব কমিটির চেয়ারম্যান ডাঃ প্রদীপ ভৌমিক।চেয়ারম্যান জানান তাদের উৎসব চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রান্তিক উৎসবে থাকবে স্বাস্থ্য শিবির ছাড়াও সংগীত, ক্রীড়া, আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতা। তিনি জানান, কয়েক বছর ধরে প্রান্তিক উৎসব শুরু হয় বড়দিনে। চেয়ারম্যান বলেন, বর্তমানে রাজ্যে ড্রাগ একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।১৪ থেকে ৩০ বছরের ছেলে- মেয়েরা দ্রাগে আসক্ত হচ্ছে। ফলে তাদের শৈশব, কৈশোর যেমন চলে যাচ্ছে তেমনি ছেলে- মেয়েদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। তিনি জানান উদ্বোধনী দিনে হবে প্রভাত ফেরী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক দিব্যেন্দু দত্ত, সহ- সভানেত্রী কল্পনা ভৌমিক, সহ- সম্পাদক স্বপন পাল, পার্থ দেবনাথ সহ অন্যরা।