স্টেট রোড সেফটি কাউন্সিলের বৈঠক হয় মহাকরণে

আগরতলা : রাজ্যে বেড়ে চলা যান দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলেছে সংশ্লিষ্ট দপ্তর। সরকারের লক্ষ্য যান দুর্ঘটনা শূন্যে নিয়ে আসা। সোমবার স্টেট রোড সেফটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে একথা বললেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।দুর্ঘটনা কমিয়ে আনতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিটি রাজ্যে রোড সেফটির উপর একটি করে কমিটি গঠন করা হয়েছে। রাজ্যেও পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরীকে চেয়ারম্যান করে কমিটি গঠিত হয়েছে। সোমবার এই কমিটির দ্বিতীয় বৈঠক হয় মহাকরণে দুই নম্বর কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, স্বাস্থ্য, পূর্ত, রাজস্ব, অর্থ, পরিবহণ, শিক্ষা দপ্তরের সচিবরা, চিফ ইঞ্জিনিয়ার পূর্ত, জাতীয় সড়ক, নগর উন্নয়ন সহ অনায়ন্য আধিকারিকরা। পরিবহণ মন্ত্রী সহ ১২ জনের কমিটি। পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, এস পি ট্রাফিকের তরফে যান চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। আগামী দিনে পরিবহণ ও খাদ্য দপ্তর যৌথ ভাবে কিছু কর্মসূচী গ্রহণ করা হবে।কলেজ স্তরে এই কর্মসূচী আয়োজন করা হবে দুই দপ্তরের তরফে। এদিনের বৈঠক নিয়ে পরিবহণ মন্ত্রী তথা কমিটির চেয়ারম্যান সুশান্ত চৌধুরী জানান, পথ দুর্ঘটনা কমানো এবং রোড সেফটি নিয়ে জনগণকে সচেতন করার জন্য সরকারের তরফে বরাবর পদক্ষেপ নেওয়া হয়। সচেতনতা মূলক কর্মসূচীও নেওয়া হয়। এসব নিয়েই এদিন আরও বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী জানান, আগামী দিনে দুর্ঘটনা কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় তা আলোচনা হয় সভায়। তথ্য দিয়ে মন্ত্রী জানান, প্রতিবছর রাজ্যে ৭০০-৭৫০ পথ দুর্ঘটনা হয়। এতে প্রায় ২০০-২৫০ লোকের মৃত্যু হয়। সুশান্ত চৌধুরী জানান লক্ষ্য হচ্ছে দুর্ঘটনা শূন্যে নিয়ে আসা।মানুষকে সচেতন করার মাধ্যমে তা করতে চাইছেন তারা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি