সিপিএম রাজ্য দপ্তরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে

আগরতলা : সমাজতান্ত্রিক চীনের প্রথম রাষ্ট্রপতি, চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে তুঙের জন্মদিন এবছরও শ্রদ্ধার সঙ্গে পালন করে সিপিআইএম। এবছর উনার ১৩২ তম জন্মদিন। পালন করা হয়েছে সিপিএম রাজ্য দপ্তরে।বৃহস্পতিবার রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র কর, শ্যামল দে সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত সকলে চিন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা মাও সে তুং-র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএম নেতা পবিত্র কর জানান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনবহুল দেশ ছিল চিন। সমাজতান্ত্রিক বিপ্লবের আগে চীন ছিল সবচেয়ে অনুন্নত দেশ। লাল ফোজ গঠন করেছিলেন মাও সে তুং। সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চিনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন মাও সে তুং। রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানানো হয় মাও সে তুং-কে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র