নিজ বিধানসভা কেন্দ্রের অধীন নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে কম্বল বিলি মুখ্যমন্ত্রীর

আগরতলা : সকলে যেন স্বনির্ভর হতে পারে তাঁর চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রীও চাইছেন মহিলাদের স্বনির্ভর করতে। সেই দিশায় সরকার কাজ করছে। ত্রিপুরা রাজ্যে আগে সাড়ে চার হাজার স্বসহায়ক দল ছিল। বর্তমানে প্রায় ৫৬ হাজার স্বসহায়ক দল হয়ে গেছে।টাউন বরদোয়ালী বিধানসভা কেন্দ্রের ৪০ নং ওয়ার্ড অফিসের সামনে এলাকার দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন,শিক্ষার মান উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রেরও উন্নয়ন করা হয়েছে। টাউন বরদোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর উদ্যোগে এলাকার গরীব দুস্থদের মধ্যে শীত কম্বল বিতরণ করা হয়। আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ড অফিসের সামনে হয় এই কম্বল বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, ৪০ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্যে কিডনি প্রতিস্থাপন হবে কেউ কোন দিন ভাবতে পারে নি। বর্তমানে জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হয়। জিবি হাসপাতালে ৯ টি সুপার স্পেসালিটি বিভাগ চালু করা হয়েছে। জিবি হাসপাতালে লিভার প্রতিস্থাপন চালু করার চিন্তা ভাবনা চলছে। তিনি বলেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিনিয়োগকারিরা আসছে। অনেকে বলছে রাজ্যে সরকারি চাকুরি নেই। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর নিয়মিত পদে ১৩ হাজার সরকারি চাকুরি প্রদান করা হয়েছে। সহসাই গ্রুপ-ডি পদে চাকুরি দেওয়া হবে। সঠিক সময়ে সবকিছু করা হবে। শুধু শুধু আন্দোলন করার কোন প্রয়োজন নেই।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন