আগরতলা : তিন দফা দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন চালিয়ে দুই বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। কর্মসংস্থানের দাবি, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা ও নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডিওআইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার পদযাত্রা সংগঠিত করা হয়। রাজধানীর হাঁপানিয়াস্থিত সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি বড়দোয়ালি স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হীমগ্নরাজ ভট্টাচার্য, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দে,সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। হাঁপানিয়াস্থিত সিপিআইএম কার্যালয়ের সামনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হীমগ্নরাজ ভট্টাচার্য বলেন যারা ভেবেছিল বামপন্থীদের শেষ করে দেবে, তাদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ পরাজিত করবে। পুনঃরায় বামপন্থীদের নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাবে। তিনি আরও বলেন আগে ত্রিপুরা থেকে খুব কম সংখ্যক লোক বহিঃরাজ্যে কাজ করতে যেত। বর্তমানে বহু মানুষ কাজের সন্ধ্যানে বহিঃরাজ্যে যাচ্ছে। এদিনের কর্মসূচীতে প্রচুর যুবক- যুবতী অংশ নেয়।