সেজে উঠছে রাজধানীর অদূরে আল্পনা গ্রাম

আগরতলা : সেজে উঠছে আল্পনা গ্রাম। রাজধানী লাগোয়া লঙ্কামুড়ায় এই আল্পনা গ্রাম এখন নতুন ভাবে সেজে উঠছে পৌষ বা মকর সংক্রান্তি পার্বণকে সামনে রেখে।পোষ সংক্রান্তিকে সামনে রেখে সংস্কার ভারতীর উদ্যোগে পুনঃরায় সাজিয়ে তোলা হচ্ছে আলপনা গ্রামকে। আলপনা গ্রামে নতুন করে আল্পনা করার কাজ চলছে। এলাকার মহিলারা বাড়ি ঘরে আল্পনা আঁকার কাজ চালিয়ে যাচ্ছেন। পোষ সংক্রান্তি উপলক্ষে আল্পনা গ্রামে বসবে দুদিন ব্যাপী মেলা। তার জন্য প্রস্তুতি চলছে বর্তমানে। এলাকার এক মহিলা জানান ১৫ বছর আগে সংস্কার ভারতীর উদ্যোগে আল্পনা গ্রামের পথ চলা শুরু হয়। ৫ বছর আগে যে আল্পনা আঁকা হয়েছিল তা নষ্ট হয়ে গেছে। তাই নতুন করে আল্পনা করা হচ্ছে। আল্পনা গ্রাম সম্পর্কে সকলে অবগত রয়েছে। প্রতিবছর পৌষ সংক্রান্তিতে বিভিন্ন জায়গার লোকজন সেখানে ভিড় জমান। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় এলাকার লোকজনের মধ্যে।

Related posts

যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা বটতলায়

রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন জায়গায় হয় কল্পতরু উৎসব