ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা : সফলতা ও ব্যর্থতা একে অপরের পরিপূরক। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। আর সফলতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যর্থতাকে মানতে হবে। চালাকি করে ব্যর্থতাকে ধামা চাপা দিয়ে দিলে হবে না। চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না।ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় বললেন মন্ত্রী সুধাংশু দাস। সংগঠনের দশম দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর সুকান্ত একাডেমিতে বার্ষিক সাধারন সভার উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার সহ সংগঠনের নেতৃত্ব। ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারন সভায় সারা রাজ্য থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। দ্বি-বার্ষিক সাধারন সভায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন মহৎ কাজের জন্য সকলকে দায়িত্ব নিতে হবে। সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন নেতা কোন সময় ১০০ শতাংশ মানুষের পছন্দের হয় না। কিন্তু নেতাকে ৮০ শতাংশ মানুষের পছন্দের হতে হবে। কোন নেতা যদি ৬০ শতাংশ সদস্যের পছন্দ না হয়, তাহলে সেই নেতাকে পরিবর্তন করতে হবে। সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা অংশ নেন।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

বাল্য বিবাহ বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান মন্ত্রী টিঙ্কু রায়ের