ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

আগরতলা : ত্রিপুরা ট্যুরিজম পলিসি চালু করা হয়েছে। স্বাবলম্বন যোজনা লাগু করা হয়েছে। ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ স্কিমের মাধ্যমে নতুন করে শহর করার জন্য তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে। আগরতলা, উদয়পুর ও ধর্মনগরে এই তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে। টি অকশন সেন্টার চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে।ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৯৭২ সালের ২১ জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি পায়। প্রতিবছরের মতো এবছরও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কুচক্রীরা গণ্ডাছড়া, উত্তর জেলা সহ বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু খুব কম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে। শান্তি না থাকলে কোন জায়গায় উন্নয়ন হবে না। শান্তির পরিবেশ থাকার কারনে বর্তমানে রাজ্যে বহিঃরাজ্য থেকে পর্যটকরা আসছে। বর্তমানে পর্যটনের ক্ষেত্রে সমগ্র বিশ্বের নজর কেড়েছে ত্রিপুরা রাজ্য। তিনি আরও বলেন, রাজ্যে বর্তমানে শান্তির পরিবেশ রয়েছে। বাইরে থেকে বিনিয়োগকারিরা যেন রাজ্যে আসে তার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি চালু করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে যারা বিনিয়োগ করতে আসছে তাদেরকে সরকার থেকে সাহায্য করা হচ্ছে। বিনিয়োগকারিরা যেন ৩০ দিনের মধ্যে সকল সার্টিফিকেট পেয়ে যায়, তার জন্য পৃথক পোর্টাল খোলা হয়েছে। ২০২৪ সালে ত্রিপুরা শিল্প বিনিয়োগ নীতি চালু করা হয়েছে। এদিন অনুষ্ঠানে বিভিন্ন পুরষ্কার দেওয়া হয়। ত্রিপুরা বিভূষণ সম্মান, ত্রিপুরা ভূষণ সম্মান, সচিন দেববর্মণ স্মৃতি রাজ্য সম্মান, বিজ্ঞান সম্মত পরিবেশ ভিত্তিক কাজকর্মের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন পুরকার প্রদান করা হয় বিশিষ্টজনদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, মন্ত্রী সান্তনা চাকমা, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে

ত্রিপুরা, মেঘালয় ও মণিপুরের রাজ্য দিবস উদযাপন