আগরতলা : চলতি মাসের ২৮ ত্রাইখ আগরতলা প্রেস ক্লাবে হবে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে আলোচনাসভা ও মতবিনিময়।সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের সম্মিলিত সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা- শীর্ষক আলোচনাচক্র হবে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সংগঠনের সাধারণ সম্পাদক শানিত দেবরায়। তিনি জানান পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, পেশাগত দায়িত্ববোধ, মর্যাদা বৃদ্ধি ও পেশার মানোন্নয়ন নিয়ে সভায় আলোচনা হবে। প্রবীন সাংবাদিকদের অভিজ্ঞতায় নবীন প্রজন্মের বার্তাজীবীরা যাতে সম্মৃদ্ধ হতে পারেন মূলত এই লক্ষ্যেই এই সভার আয়োজন। শানিত দেবরায় জানান, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের সংবাদপত্র, সাংবাদিক সহ সংবাদ কর্মীদের নিরাপত্তা ও তাদের পেশাগত মানোন্নয়নে এ ও জে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন সময়ে সাংবাদিকদের সংগঠনগুলো সরকারি সহযোগিতায় বহি:রাজ্যের বিশিষ্টজনকে দিয়ে বেশ কয়েকটি কর্মশালা সংগঠিত করেছে যা অবশ্যই প্রশংসনীয়। তবে, সাংবাদিকতা পেশার ধরন, পরিস্থিতি ও প্রেক্ষাপট একেক রাজ্যে একেক রকম। তাই, ত্রিপুরার সাংবাদিকতার অতীত ও বর্তমানের দৃষ্টিকোন থেকে নবীন প্রজন্মকে ভবিষ্যতের দিক নির্দেশন করা স্থানীয়ভাবে অভিজ্ঞদের মাধ্যমে করা জরুরি বলে এ ও জে মনে করে। তাই, এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা
35
previous post