একদিনের প্রশিক্ষণ শিবির ডি এন এ ক্লাবের তরফে হয় প্রজ্ঞাভবনে

আগরতলা : ডিএনএ ক্লাবের কর্মকাণ্ড নিয়ে এক প্রশিক্ষণ শিবির। আগরতলা প্রজ্ঞাভবনে বুধবার ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্যোগে এক প্রশিক্ষণ শিবির  হয়। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী অনিমেষ দেববর্মা। সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। আর এটা সম্ভব হবে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের দ্বারা। তাই বিজ্ঞান গবেষকদের মাধ্যমে একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। মোট ৪০ টি উচ্চ মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছে। তাদের একসাথে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে বিজ্ঞানকে মানুষের মধ্যে পৌঁছানো সম্ভব হবে। বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

Related posts

ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিবের হাত ধরে উদ্বোধন হল কাজল স্মৃতি ফুটবল আসরের

চারতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

২৯ জানুয়ারি উদ্বোধন হবে শিল্প ও বাণিজ্য মেলার