আগরতলা : রাজ্যের বিভিন্ন জেলায় রক্তদান শিবির করবে অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। ২৪ জানুয়ারি হবে এই শিবির।অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি জে সিন্ধের ৭৫ তম জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হবে। দেশের প্রতিটি জেলায় এই রক্তদান শিবির হবে। ৭৫ হাজার ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে হবে রক্তদান শিবির। অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বিশ্বজিৎ সাহা বুধবার অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের অফিসে সাংবাদিক সম্মেলন করে একথা জানান। সাথে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য পদাধিকারীরা।৭৫ হাজার ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।