২৯ জানুয়ারি উদ্বোধন হবে শিল্প ও বাণিজ্য মেলার

আগরতলা : মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে ২৯ জানুয়ারি উদ্বোধন হবে শিল্প ও বাণিজ্য মেলার। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৫ তম শিল্প ও বাণিজ্য মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এই মেলা হবে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে মেলার উদ্বোধন হবে। বুধবার শিল্প ও বাণিজ্য দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে একথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান বিগত বছরের মতো এই বছরও মেলায় থাকবে আধুনিক প্রযুক্তির প্রদর্শনি। স্টার্টআপ, ড্রোন প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, স্বয়ংক্রিয় মেশিন ইত্যাদি আধুনিক প্রযুক্তির প্রদর্শন করবে ত্রিপুরার বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান ও সংস্থা। মেলায় অংশগ্রহণ করবে সরকারি দপ্তর, পি এস ইউ, বেসরকারি সংস্থা, স্থানীয় উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা। এবছর মেলায় স্থানীয় ব্যবসায়ীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৫১৫ টি স্টল থাকবে মেলায়। ২০২৪ সালে ২৬৯ জন ব্যবসায়ী মেলায় অংশ নিয়েছিল। রাজ্য শুধু নয় দেশ-বিদেশ থেকেও শিল্প উদ্যোগীরা এতে অংশ নেবেন।

Related posts

ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিবের হাত ধরে উদ্বোধন হল কাজল স্মৃতি ফুটবল আসরের

চারতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

২৪ জানুয়ারি রক্তদান শিবির করা হবে অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফে