চারতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

আগরতলা : চারতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায়। মামলা নিয়ে ঘটনায় তদন্তে নেমেছে পুলিস। মৃত মহিলার নাম শম্পা সাহা। স্বামীর নাম তুলসী সাহা। আনুমানিক ৩-৪ বছর আগে ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় ফ্ল্যাট কিনে বসবাস করছেন তুলসী সাহা ও তাঁর স্ত্রী।স্থানীয় এক মহিলা জানান তুলসী সাহার সংসারে কোন ধরনের অশান্তি ছিল না। তুলসী সাহা পেশায় সরকারি কর্মচারী। শম্পা সাহা গৃহিণী। তবে কিছু দিন ধরে মহিলা অসুস্থ ছিলেন। এরই মধ্যে বুধবার সন্ধ্যার প্রাক মুহূর্তে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে শম্পা সাহা। তবে কেন শম্পা সাহা আত্মহত্যা করেছে তা কেউই বুঝতে পারছেন না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব মহিলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে মহিলার এক ছেলে রাজ্যের বাইরে থাকেন।

Related posts

ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিবের হাত ধরে উদ্বোধন হল কাজল স্মৃতি ফুটবল আসরের

২৯ জানুয়ারি উদ্বোধন হবে শিল্প ও বাণিজ্য মেলার

২৪ জানুয়ারি রক্তদান শিবির করা হবে অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফে